মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার রায় ঘোষণায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল
expand
চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং চৌধুরী আবদুল্লাহর পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

রায় ঘোষণার পরপরই পৌর পার্ক থেকে ছাত্র জনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে এসে শেষ হয় । অংশগ্রহণকারীরা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর এ রায় তাদের কাছে ন্যায়বিচারের প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, ঘোষিত দণ্ড দ্রুত কার্যকর হলে দেশের রাজনৈতিক অস্থিরতা কমবে এবং বিচার বিভাগের প্রতি জনআস্থা আরও দৃঢ় হবে। পৌর এলাকায় আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমর্থকদের উৎসাহ ও উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি লক্ষ্যণীয় ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন