সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ভোরে দুর্বৃত্তের হামলা, পুড়ে গেল জামায়াত নেতার গাড়ি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা  পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
expand
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার-সংলগ্ন উত্তর ফালগুনকরা রাস্তার মুখে এ ঘটনা ঘটে। পিকআপটি স্থানীয় জামায়াত নেতা ফজলুল হক মোল্লার।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মহাসড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে প্রতিদিনের মতো পিকআপটি সড়কের ডিভাইডারের পাশে রেখে যান চালক। সোমবার ফজরের নামাজের পর গাড়িটি ফেনী থেকে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। তার আগেই ভোরে মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। তবে ততক্ষণে পিকআপটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার সময় পাশেই ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে ছিলেন চালক মোহাম্মদ জামাল। তিনি বলেন, হঠাৎ চিৎকার শুনে দেখি পিকআপে আগুন লেগেছে। পরে শুনেছি দুইজন লোক পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে।

পিকআপের মালিক ফজলুল হক মোল্লা বলেন, এটাই আমার জীবিকার একমাত্র অবলম্বন। মাছ আনার জন্য ভোরে বের হওয়ার কথা ছিল। তার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগ–সমর্থিত কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ এই দাবি সম্পর্কে কিছু জানায়নি।

পুলিশ বলছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন