সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ওফাত বার্ষিকী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
টাঙ্গাইলে মওলানা ভাসানীর ওফাত বার্ষিকী পালিত হচ্ছে
expand
টাঙ্গাইলে মওলানা ভাসানীর ওফাত বার্ষিকী পালিত হচ্ছে

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভাসানী পরিষদের উদ্যোগে উপমহাদেশের মহান রাজনৈতিক নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাত দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাজার শরীফে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগ ও সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান এই মহান নেতার সমাধিতে।

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও একে একে মাজারে এসে শ্রদ্ধা নিবেদন করেন।

দোয়া-মিলাদ মাহফিল, কোরআনখানি চলছে এবং মওলানা ভাসানীর আদর্শ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে ।

শ্রদ্ধা জানাতে এসে ভক্তরা বলেন,মওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তার জীবনদর্শন নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সারাদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মানবকল্যাণমূলক উদ্যোগ এবং মাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দোয়া।

মহান এই নেতা ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ইন্তেকাল করেন। তার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে টাঙ্গাইলসহ পুরো দেশ।

সট-আনোয়ারুল আজিম আখন্দ,ভাইস চ্যান্সেলর,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টাঙ্গাইল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন