

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার ফলিয়াপাড়া এলাকায় নিখোঁজ হওয়া শিশু মোহাম্মদ নুরশেদ (১৪) অপহরণ মামলায় র্যাব-১৫ এর অভিযানে সরাসরি জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে এখনও পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটকরা সবাই কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মহুরী পাড়ার বাসিন্দা।
আটককৃত আসামিরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ঝিলিংজা ইউনিয়নের দক্ষিণ মহুরী পাড়ার রবিউল্লাহ'র ছেলে মো. ইয়াছিন (২০) একেই এলাকার মো. মুক্তার আহমেদের ছেলে সোহেল রানা (১৯), ও মৃত মো. শফি'র ছেলে মো. সেলিম (১৯)।
এর আগে ১২ নভেম্বর সকাল ৬টার দিকে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া থেকে উখিয়া ইমপেরিয়াল বাস কাউন্টারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন নুরশেদ।
এ ঘটনায় তার পিতা নুর মোহাম্মদ ১৪ নভেম্বর উখিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং–৭৫৫, ট্র্যাকিং নং CEP9EL) করেন। জিডির ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে গতকাল (১৬ নভেম্বর) উখিয়া থানায় পিতা বাদী হয়ে (মামলা নং ৪০) মামলা দায়ের করে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়।
নিখোঁজ শিশু মোহাম্মদ নুরশেদ (১৪), উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়াপাড়া এলাকার নুর মোহাম্মদ প্রঃ শেখরের ছেলে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন,অপহরণ মামলায় র্যাব-১৫ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। আমরা ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। শিশুকে উদ্ধারে থানা পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই নিখোঁজ নুরশেদের সন্ধান পাওয়া যাবে।
নিখোঁজের বাবা নুর মোহাম্মদ শেখর বলেন, “আমার ছেলেটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য আমরা প্রশাসনের প্রতি আকুল অনুরোধ করছি। আসামিরা ধরা পড়েছে, কিন্তু নুরশেদ কোথায় আছে- এখনো জানি না। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য দুশ্চিন্তার।
নুরশেদের এক নিকট আত্মীয় আরও বলেন,শিশুটি জীবিত আছে কি না- এ চিন্তা আমাদের খেয়ে ফেলছে। আমরা চাই, যেভাবেই হোক তাকে নিরাপদে উদ্ধার করা হোক।
মন্তব্য করুন