সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে যুবলীগের মশাল মিছিল, টায়ার জ্বালিয়ে স্লোগান

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
গাংনীতে মধ্যরাতে মশাল মিছিল করেছে যুবলীগের কয়েকজন নেতাকর্মী।
expand
গাংনীতে মধ্যরাতে মশাল মিছিল করেছে যুবলীগের কয়েকজন নেতাকর্মী।

মেহেরপুরের গাংনীতে মধ্যরাতে মশাল মিছিল করেছে যুবলীগের কয়েকজন নেতাকর্মী।

রোববার দিবাগত (১৭ নভেম্বর) মধ্যরাতে মিছিলটি বের হয়। মিছিলে ৬-৭ জন লোক উপস্থিত ছিলেন। মিছিলটি মাত্র ৪৩ সেকেন্ড স্থায়ী ছিল।

কয়েকজন মশাল হাতে ও টায়ারে আগুন জ্বালিয়ে "জয়বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য" শ্লোগান দিচ্ছে।

মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের কুঞ্জ রেস্ট্রুরেন্টের সামনে রাত ১ টা থেকে দুইটার মধ্যে এই ঘটনা ঘটে।

মৃদুস্বরে কয়েকবার স্লোগান দেওয়ার পরই তারা ওই এলাকা থেকে চলে যায়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল। সকালের দিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তারা।

এই বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলটি কারা কোথায় করেছে তা জানার চেষ্টা করছি। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন