

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে মির্জাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে শ্লোগান দিতে থাকে। মানববন্ধনে নিহত গোলাপী বেগমের মা সমলা বেগম বাবা বিশু মিয়া, গোলাপীর তিন মেয়ে কহনা (১৪) কাফিয়া (৫) ও পাঁচ মাসের শিশু কাশমিয়া অংশ নেয়।
এ সময় গোলাপীর মা সমলা বেগম কন্যা জড়িত কণ্ঠে বলেন, যারা আমার মেয়েকে নৃশংসভাবে খুঁন করেছে। আমি চাই প্রকৃত খুঁনিদের চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সন্ধায় গোলাপী বেগম বাওয়ার রোডের বাসার নিচ থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা-সংলগ্ন বারোখালী খাল থেকে জিআই তার দিয়ে পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোলাপীর বাবা বিশু মিয়া অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করলে ৫ নভেম্বর গোলাপীর স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডের আবেদন করলে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালতের বিচারক।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘গোলাপী বেগম হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। অচিরেই এই খুনের রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তিনি জানিয়েছেন।
মন্তব্য করুন