

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার নাঙ্গলকোটে শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর হাতে বাংলা অনুবাদসহ পবিত্র কুরআন তুলে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বক্সগঞ্জ ইউনিয়ন শাখা।
রবিবার (১৬ নভেম্বর) সকালে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে সঞ্চালনা করেন ছাত্রশিবিরের ইউনিয়ন সেক্রেটারি সাবিরুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান। আরও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট সদর শাখার সাবেক শিবির সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক শিবির নেতা ফয়েজ কবির ও বক্সগঞ্জ মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন