রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন পরিবর্তনের দাবীতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ 

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ 
expand
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ 

সুনামগঞ্জ ৫ আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জ প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান সমর্থকরা।

রবিবার বিকেলে ৫ আসনের ছাতক গোবিন্দগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন হাজার হাজার নেতাকর্মী।

বিক্ষুব্ধরা জানান, মিজান আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতা। এই আসনে তারা মিজানুর রহমান মিজানকে চান। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান ছাতক দোয়ারার মানুষের আশা আকাঙ্খা পূরণের জন্য মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান।

এসময় সিলেটের সাথে বন্ধ হয়ে যায় যান চলাচল। একমাত্র সড়ক বন্ধ থাকায় দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান ছাতক দোয়ারার মানুষের আশা আকাঙ্খা পূরণের জন্য মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন