

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবস্থিত আব্দুল ওয়াদুদ শাহ্ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ ও উপজেলার কৃতি সন্তান কামাল উদ্দিন স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে কলেজটির প্রতি তাঁর অসামান্য অবদানের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় কলেজ কর্তৃপক্ষ দামুড়হুদাস্থ আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা কুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির গভর্নিং বডির সভাপতি রফিকুল হাসান তনু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের অবসর কালীন উপ উপাধ্যক্ষ জিন্নাত আলী, মাহফুজা খাতুন, গভর্নিং বডির সদস্য জাহিদুল হাসান, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিন স্যারের বর্ণাঢ্য ৩১ বছরের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটির অগ্রযাত্রায় তিনি শুধু একজন অধ্যক্ষ নন, একজন নিবেদিতপ্রাণ অভিভাবক হিসেবে ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতা কলেজের আজকের এই অবস্থানের ভিত্তি স্থাপন করেছে। এসময় সবাই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মিল্টন কুমার সাহা।
মন্তব্য করুন