

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি বুমেরাং হয়ে এখন তাদেরই ওপর ফিরে এসেছে। তারা নিজেরাই কলকাতাসহ বিদেশে লকডাউন হয়ে আছে”এমন মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল।
রবিবার (১৬ নভেম্বর) তেরখাদার সাচিয়াদাহ বাজারে নির্বাচনী পথসভায় তিনি বলেন, “ছাত্র–জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট মাফিয়া সরকার পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখান থেকেই মাঝে মধ্যে জনগণের ধার করা শব্দ ‘লকডাউন’ ঘোষণা দিচ্ছে। বাস্তবে তারা নিজেরাই বিদেশে আটকে আছে।
হেলাল অভিযোগ করেন, নির্বাচনী মাঠে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে জামায়াতও এখন কথার বারবার পরিবর্তন করছে। তিনি বলেন, “জামানত হারানোর ভয়ে নির্বাচনকে অনিশ্চিত করতে তারা নানা বিভ্রান্তি সৃষ্টি করছে। কিন্তু জনগণ এখন নির্বাচনমুখী— বাধা দিয়ে কিছুই হবে না।
সাচিয়াদাহ বাজারে রাস্তা বন্ধ করে সমাবেশ করায় স্থানীয় বিএনপি নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন হেলাল। তিনি সভাস্থলে রাস্তার ওপর রাখা চেয়ার–টেবিল সরিয়ে পথ পরিষ্কার করে বলেন,জনদুর্ভোগ তৈরি করে বিএনপি কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি দেয় না। জনগণের সুবিধাই প্রথম।
এর আগে কাটেঙগা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি। ব্যবসায়ীরা জানান, তেরখাদা বাজারের ওপর দিয়ে রাস্তা সম্প্রসারণ করলে শত শত দোকান ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে হেলাল বলেন,উন্নয়নের জন্য সড়ক দরকার, আবার ব্যবসায়ীদের স্বার্থও রক্ষা করতে হবে। বিএনপি সরকার গঠন করলে এখানে বহুতল সুপার মার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে ‘একটি বাড়ি একটি গাছ’ সবুজায়ন প্রতিশ্রুতির অংশ হিসেবে হেলাল সাচিয়াদাহ ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, খায়রুল মোল্লা, তেরখাদা উপজেলা বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, কামরান হাসান, বলু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, নান্টা মোল্লা প্রমুখ।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, আজিজুল ইসলাম, রেজাউল ইসলাম, কালাম লস্কর, এমদাদ, জাহিদ, জাহাঙ্গীর লস্কর, মফিজুল ইসলাম, সোহাগ মুন্সি, টগর, দিন ইসলাম, শফিক, জাকির, লিমনসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন