

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সমসাময়িক নানা প্রসঙ্গ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, “অগ্নিসংযোগকারীরা দেশ ও জাতির শত্রু। এ ধরনের অগ্নি সন্ত্রাস প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি পরিবহন খাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ, পুলিশ কর্মকর্তাগণ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন