রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতা ফারুকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
বিএনপির দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় খুশির উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে টঙ্গীবাড়ীর আড়িয়ল বাজার।
expand
বিএনপির দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় খুশির উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে টঙ্গীবাড়ীর আড়িয়ল বাজার।

বিএনপির দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় খুশির উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে টঙ্গীবাড়ীর আড়িয়ল বাজার।

আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর জানাজানি হলে স্থানীয় রবিবার সকালে আড়িয়ল বাজারে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি বিতরণ করেন।

নেতাকর্মীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, দলের স্বার্থে মঞ্জু শেখ ফারুক অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের অপেক্ষার পর সিদ্ধান্তটি আসায় তারা আনন্দিত এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।

এসময় উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম নান্টু মাদবর, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান শিপু, ভূমি ও বৃক্ষরোপণ সম্পাদক চুন্নু খান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কোরবান, যুবদল নেতা একদিল, বিএনপি নেতা সজল বেপারী, ইউপি সদস্য জালাম হোসেন, কাউয়ুম মাদবর, মো. এখলাস, তোফাজ্জল হোসেন, মো. রুহুল আমিন, কাউসার খান, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শান্ত সৈয়াল, ওয়ার্ড সভাপতি আলমগীর হাওলাদার, সাধারণ সম্পাদক মিরাজ শেখ, দেলোয়ার বেপারী, তোফাজ্জল শেখ, হানিফ মাদবর, মনির শেখ, সাগর হালদার, ফারুক খলিফা, কাঞ্চন সহ আরোও অনেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন