

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে বরগুনার বামনা উপজেলার বামনা সরকারি কলেজসহ চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে তারা প্রতিষ্ঠানগুলোতে তালা দেয়। পুলিশ জানায়, রবিবার (১৬ নভেম্বর) সকালে তালা ভেঙে ফেলা হয়েছে। এখন ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তালা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের বামনা উপজেলা শাখার সভাপতি হাসিবুর রহমান এবং বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা। পৃথক ফেসবুক পোস্টে তারা লিখেছেন, আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি সফল করার অংশ হিসেবে ছাত্রলীগ চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে।
বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জী বলেন, আজ সকালে বিদ্যালয়ে গিয়ে দেখি গেটে তালা দেওয়া। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই। তারা এসে তালা ভেঙে পাঠদান কার্যক্রম শুরু করতে বলেন। পরে আমরা শিক্ষার্থীদের ক্লাস করাতে শুরু করি।
এ বিষয়ে জানতে বামনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ হাওলাদার বলেন, ঘটনাস্থলগুলো ঘুরে দেখেছি। রাতের আঁধারে সন্ত্রাসীরা তালা ঝুলিয়ে দিয়েছিল। সকালে তালা ভেঙে ফেলা হয়েছে। এখন ওইসব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশি অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন