রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
নিহত বারেক ব্যাপারী
expand
নিহত বারেক ব্যাপারী

নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামে জমি নিয়ে চলমান বিরোধের জেরে বারেক গাজী (৭০) ওরফে বারেক ব্যাপারী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বারেক গাজী ওই গ্রামের গাজী বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সিদ্দিক সরকার, তার ছেলে সাব্বির ও সাব্বিরের মা’র সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বারেক গাজীর। শনিবার দুপুরে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিদ্দিক সরকার ও তার ছেলে সাব্বির দৌঁড়ে গিয়ে লাঠি ও শাবল নিয়ে বারেক গাজীর ওপর হামলা চালায়। তারা বৃদ্ধকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। তবে প্রধান দুই অভিযুক্ত—সিদ্দিক সরকার ও তার ছেলে সাব্বিরকে ধরতে অভিযানে রয়েছে পুলিশ।

ঘটনার পর নবীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন