রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট ক্ষমতা ব্যবহার করেছে মানুষের ওপর: ফখর উদ্দিন আহমেদ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু
expand
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

ত্র‍য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৫৫ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, বিগত সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছেন, তাদের মধ্যে সবার প্রথম তিনি। আমার চেয়ে বেশি কেউ নির্যাতনের শিকার হয়নি। আর আমরা আগামী দিনের ভালুকাকে উন্নত করতে হলে সেই নির্যাতন ভুলে যেতে হবে। আমরা প্রতিহিংসা প্রণয়ন হতে পারবো না, আমাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করেছে, যারা ফ্যাসিস্ট ক্ষমতা ব্যবহার করেছে ভালুকার মানুষের ওপর। এমনিতেই ভালুকা থেকে চলে গেছে তারা।

শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮ টার দিকে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে বিরুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাহমুদপুর কলেজ মাঠে লিফলেট বিতরণ ও গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এখন যারা ভালুকায় রয়েছে তারা সাধারণ মানুষ। তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক। তাদের সাথে কোনো দ্বন্দ্ব বিরোধ করা যাবে না। তাদেরকে সাথে নিয়ে আমরা চাই, ভালুকাকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। ২০২৬ এর ধানের শীষ প্রতীক ভালুকার সকল দল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতীকী পরিণত করব আমরা।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপি সদস্য ও বিরুনিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার রিপন। সঞ্চালনা করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট ওসমান গণি মল্লিক মাখন।

ভালুকা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো. গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ভালুকা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন সরকার, আহসান উল্লাহ খান রুবেল, সাইদুর রহমান, আজমল হোসেন ফারুক, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ভালুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম ঢালী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মন্ডল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রিয়াদ পাঠান প্রমুখ।

এছাড়াও গণসমাবেশে উপজেলা ও পৌর, ইউনিয়ন, স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন