রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে অপহরণকারীর সন্দেহে দুইজন আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
টেকনাফে অপহরণকারীর সন্দেহে দুইজন আটক
expand
টেকনাফে অপহরণকারীর সন্দেহে দুইজন আটক

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকার বাসিন্দা ইসমাইলের পুত্র আবুল হাশেম(২৮) ও শামলাপুর এলাকার বদি আলম সওদাগরের ছেলে মো. বেলাল (৩০)।শনিবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নুর।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর বলেন,অপহরণকারী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। যারা অপহরণে জড়িত, তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অপহরণ মামলার সাথে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন