

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে ব্যবসা-বাণিজ্যকে সহজ ও গতিশীল করতে প্রয়োজনীয় সব ধরনের আইন, নীতি ও পরিবেশ সংস্কারে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “ব্যবসায়ীদের জন্য ন্যায্য ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে মেগা প্রকল্পের নামে লুটপাট ও অর্থ পাচারের সুযোগ আর কেউ পাবে না।”
শনিবার বিকেলে ফরিদপুর উপজেলা অডিটোরিয়ামে ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এ সময় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমীর, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন, বাবর বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ.কে.এম. কিবরিয়া স্বপন, শরীয়তপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলাউদ্দীন আল আজাদ। এছাড়া বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দও সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনের আগে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
মন্তব্য করুন