

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরের শ্রীবরদীতে নিজেদের বসা কিংবা সাংগঠনিক কার্যক্রমের জন্য অফিস নয়, বরং সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের জন্য নতুন একটি উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করেছে ছাত্রদল।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের বিপরীতে এ লাইব্রেরী উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহান শাহরিয়ার রাফীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এসএম সোহান, লাইব্রেরির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য রুবেলের সহধর্মিণী ফরিদা হক দিপা, উপদেষ্টা ব্যারিস্টার শাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকুনুজ্জামান রুকন, যুগ্ন আহ্বায়ক রফিকুল, সাদ্দাম প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকুনুজ্জামান রুকন বলেন, আমরা অফিস না নিয়ে জনসাধারণের কথা চিন্তা করে এখানে উন্মুক্ত লাইব্রেরি দিয়েছি। যেখানর মুক্ত বুদ্ধি চর্চার জন্য এ লাইব্রেরিতে বিভিন্ন ধরণর দুই শতাধিক বইয়ের ব্যবস্থা করা হয়েছে।
প্রধান অতিথি রুবেল বলেন, ছাত্রদলের এ ধরণের উদ্যাগে খুবই ইতিবাচক। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, অনেক শিক্ষার্থী বই থেকে দূরে সরে যাচ্ছে। বিভিন্ন ব্যস্ততা, ডিভাইসের প্রতি আকর্ষণ কিংবা কর্মজীবনের চিন্তা এসবের মধ্যে বই পড়া অনেকের মাঝে এক ধরনের ফেজ আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভুলে যেতে পারি না বইয়ের কোনো বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে, বই শুধু তথ্য দেয় না, বই আমাদের মানুষ হতে শেখায়, চিন্তা শক্তি বাড়ায়, আমাদের নৈতিকতা, মানবিকতা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলে।
মন্তব্য করুন