

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের তাড়াইলে অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫নভেম্বর) জাওয়ার ইউনিয়নের বোরগাঁও দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
স্বাস্থ্যসেবাবঞ্চিত এলাকার সাধারণ মানুষের জন্য আয়োজন করা এই ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম ও বাতব্যাধিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় বিনামূল্যে।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে অনুষ্ঠিত এ ক্যাম্পে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান ভূয়া, তাড়াইল–সাচাইল ইউনিয়ন সভাপতি আলমগীর হোসাইন, দিগদাইড় ইউনিয়ন জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম, রাউতি ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সাইদ এবং কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী এই আয়োজনে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, এই ধরনের সেবা কার্যক্রম গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত উপকারী এবং মানবিক উদ্যোগ হিসেবে তারা এ আয়োজনকে স্বাগত জানান। মেডিকেল ক্যাম্পে আগতদের উদ্দেশে অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান বলেন, গ্রামীণ মানুষের জন্য মানসম্মত বিদ্যা সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব ও অঙ্গীকার। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় -এজন্যই আমাদের এই স্বাস্থ্য সেবা কার্যক্রম। ভবিষ্যতের তাড়াইল করিমগঞ্জের মানুষের কল্যাণে আরো বড় পরিসরে সেবা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন,এলাকার সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। জনগণের পাশে থাকা ও তাদের কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য।
মন্তব্য করুন