শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন দাবী

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম
অভিযোগপত্র
expand
অভিযোগপত্র

ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার মনোনয়ন পরিবর্তনের দাবী মনোনয়ন প্রত্যাশী ছয় প্রার্থীর।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় কেন্দ্রিয় নেতৃবৃন্দের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তদন্ত পুর্বক জনপ্রিয় নেতাকে মনোনয়ন দেয়ার দাবী জানিয়েছেন তারা।

এ অভিযোগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে প্রার্থী নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক গত ৩ নভেম্বর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লাকে প্রার্থী ঘোষনা দেন। তাকে প্রার্থী ঘোষনায় দলের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। ফুসে উঠেছে বরগুনার তৃণমুল নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

এ মনোনয়ন প্রার্থী পরিবর্তনের দাবীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দের কাছে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার, বরগুনা জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হক মাষ্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব গাজী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ রেজবুল কবির, জেলা বিএনপির সাবেক সদস্য ওমর আব্দুল্লাহ শাহীন ও জাতীয়তাবাদী মহিলা দলের স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক আসমা আজিজ লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই অভিযোগে তারা উল্লেখ করেছেন নজরুল ইসলাম মোল্লার পরিবারই বরগুনা বিএনপি দলকে পরিবারতন্ত্রে পরিনত করেছেন। তাদের পরিবারের ৮ জন কেন্দ্রিয় ও বরগুনা জেলা বিএনপির গুরুত্বপুর্ণ পদ পদবী দখল করে আছেন। তাদের কার্যক্রমে বরগুনা জেলা বিএনপির তৃণমুল নেতাকর্মী অসন্তুষ্ট এমন দাবী ফজলুল হক মাষ্টারের। তারপরও নজরুল ইসলাম মোল্লাকে দলীয় মনোনয়ন দেয়ায় তৃণমুল নেতাকর্মী ও সাধারণ মানুষ ক্ষুব্দ। তারা ওই অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অধিকতর তদন্ত করে সৎ,ত্যাগী ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দেয়ার দাবী জানিয়েছেন। জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রিয় কমিটির স্ব-নির্ভর বিষয়ক সহ-সম্পাদক আসমা আজিজ বলেন, গত ১৬ বছর জেল-জুলুম নির্যাতন সহ্য করেও দলের হাল ছাড়িনি। জনপ্রিয় ব্যাক্তিকে মনোনয়ন দেয়ার দাবী জানান তিনি।

বরগুনা জেলা বিএনপির সাবেক সদস্য বিএনপির প্রায়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনে এপিএস ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা বাহিনীর নির্যাতন ও গুমের শিকার হয়েছি। অনেক মামলার আসামী হয়ে জেল খেটেছি। তারপরও দলকে মনেপ্রাণে ভালোবাসি। দলের শীর্ষ নেতাদের ভুলভাল বুঝিয়ে নজরুল ইসলাম মোল্লা দলীয় মনোনয়ন নিয়েছেন। তৃণমুল নেতাকর্মী ও জনগনের পালস্ বুঝে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ার দাবী জানান তিনি।

বরগুনা জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হক মাষ্টার বলেন, বরগুনার মোল্লা পরিবারই জেলা বিএনপিরকে পরিবারতন্ত্র করে রেখেছেন। ওই পরিবারই কেন্দ্রিয় ও বরগুনার দলীয় ৮ টি পদ পদবী দখল করে আছেন। এ পরিবার থেকে বিএনপির নেতাকর্মীরা মুক্তি চায়। যেহেতু জনগনের ভোটেই এমপি নির্বাচিত হবেন। সেহেতু জনগনের ম্যান্ডেট বিবেচনা করে পুনরায় প্রার্থী মনোনয়ন দেয়ার দাবী জানান তিনি।

সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান তালুকদার বলেন, ২০০১ সালে ফ্যাসিষ্ট শেখ হাসিনার সাথে নির্বাচন করে অল্প ভোটে হেরেছি। তারপর উপ-নির্বাচনে জয়ী হয়েছি। এছাড়াও দুই বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। বিএনপির তৃণমুল নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে কেন্দ্রিয় নেতাদের তদন্ত করে মনোনয়ন দেয়ার দাবী জানান তিনি।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক বরগুনা-১ আসনের মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, দলের হাই কমান্ড আমাকে মনোনয়ন দিয়েছেন। হাই কমান্ডের আদেশ উপেক্ষা করে যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, তাদের দল করার প্রয়োজন নেই। তিনি আরো বলেন, যারা অভিযোগ দিয়েছেন তারা বিভিন্ন সময় নির্বাচন করে জামানত হারিয়েছেন। তারা ইচ্ছা করলে অন্য দলে গিয়ে জায়গা করে নিতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন