

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি নেতা আজাদ হোসেনের সমর্থকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উল্লাপাড়া বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম আওলিয়া, যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন।
বক্তারা বলেন, উল্লাপাড়া বিএনপির ত্যাগী নেতা আজাদ হোসেন বিগত সরকারের আমলে দলের পক্ষে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় তার নামে ৫০টিরও বেশি মামলা হয়েছে। মামলার কারণে নিজ মায়ের জানাজাতেও অংশ নিতে পারেননি তিনি। গত ১৭ বছরে প্রায় ৪ বছর তাকে কারাভোগ করতে হয়েছে। বক্তারা আরও জানান, আজাদ হোসেনের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি দলীয় নেতাকর্মীরা পালন করেছেন।
অন্যদিকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত ১৫ বছরে কোনো কর্মসূচিতে অংশ নেননি, তার নামে কোনো মামলা নেই এবং বর্তমানে তার বয়স প্রায় ৯০ বছর। বক্তারা অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলেছেন। ২০০৮ সালে জামায়াতের প্রার্থীর কাছে এম আকবর আলী জামানত হারিয়েছিলেন এমন প্রার্থী দিয়ে উল্লাপাড়া আসনে বিজয় সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে ত্যাগী নেতা আজাদ হোসেনকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান।
মন্তব্য করুন