শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে বিএনপি নেতা হান্নানের গণসংযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম
শিবচরে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা হান্নান মিয়ার গণসংযোগ। ছবি: এনপিবি
expand
শিবচরে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা হান্নান মিয়ার গণসংযোগ। ছবি: এনপিবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৩১ দফা লিফলেট ও গণসংযোগ করছেন মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান মিয়া।

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার দত্তপাড়া, কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের সময় মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবদুল মান্নান মিয়া বলেন, শিবচরের জনগণের ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। দলের প্রতি আমার যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে আমি বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দিবেন।

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা তাঁতিদলের সদস্য সচিব শাহ আলম মাতুবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার হাওলাদার মিয়া, সিনিয়া যুগ্ম আহ্বায়ক আব্দুল সোবহান মিয়া, যুগ্ম আহ্বায়ক জামাল গোমস্তা, পৌর যুবদল নেতা জাহিদ মোল্লিকসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন