শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিএনজি যাত্রী

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক সিএনজি যাত্রীর।

এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রী হলেন- নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে বকুল মিয়া (৩৫)।

আহতরা হলেন- হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫ টার সময় অজ্ঞাতনামা গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল মিয়া নামে সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হন।

পুলিশ জানায়, নিহত বকুল মিয়া পরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে কোনাবাড়ীর দিকে আসছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন