শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত রক্তপাতহীন পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র চায়: ড. সরওয়ার ছিদ্দিকী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
ড. সরওয়ার ছিদ্দিকী
expand
ড. সরওয়ার ছিদ্দিকী

কুমিল্লার লাকসাম পৌরসভার পেয়ারাপুর এলাকায় অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী উঠান বৈঠকে দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, জামায়াতে ইসলামী রক্তপাতহীন, শান্তিপূর্ণ ভোটের মাধ্যমেই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতের ওই বৈঠকে তিনি বলেন, অনেকে মনে করেন ধর্ম এক ধরনের বিষয় আর ব্যবসা-বাণিজ্য, চাকরি কিংবা রাষ্ট্র পরিচালনা ভিন্ন বিষয়। কিন্তু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। প্রচলিত ব্যবস্থার পরিবর্তে আমরা এমন শাসনব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সকল ধর্মের মানুষই নিরাপদে তাঁদের ধর্মীয় আচার–অনুষ্ঠান পালন করতে পারবেন।

ড. সরওয়ার ছিদ্দিকী আরও দাবি করেন, অতীতে বিভিন্ন মানব–রচিত মতাদর্শের অনুসারীদের নির্বাচিত করা হলেও দেশ ইসলামী শাসনের স্বাদ পায়নি। তিনি বলেন, ‘অন্তত একবার আল্লাহর অহীর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিন।

ব্যক্তি থেকে রাষ্ট্র সকল স্তরে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হালাল উপার্জন ও নৈতিক জীবনাচরণের মাধ্যমেই সমাজে শান্তির সুবাতাস ছড়াবে।

৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুর ইউনিট সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, কুমিল্লা–৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌর জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহসহ স্থানীয় নেতারা।

সমাবেশ পরিচালনা করেন ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জিহাদ ইবনে সালেহ সজিব। উঠান বৈঠকে শতাধিক ভোটার ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন