

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিয়ের আনুষ্ঠানিকতা, সাজসজ্জা ও সব আচার শেষ হতেই নবদম্পতি হঠাৎই ব্যতিক্রমী একটি সিদ্ধান্ত নিলেন সোজা ধানক্ষেতে গিয়ে তোললেন ‘রিভিউ ভঙ্গির’ ছবি।
বিএনপির মনোনয়ন ইস্যুতে যখন ফেনী-২ আসন সরগরম, তখন এ নবদম্পতির রাজনৈতিক ব্যঞ্জনাময় ছবিটিই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
জানা গেছে, শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌরসভার বিরিঞ্চি আলম গাজী রোডের শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ এবং দাগনভূঞা পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনের বাড়ির পাশের ধানক্ষেতে গিয়ে ব্যতিক্রমী এই ছবি তোলেন। এরপরই তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে।
অনেকে ভাইরাল ছবিতে মন্তব্য করে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। জেআর রিয়াদ নামে একজন মন্তব্য ঘরে লেখেন ‘দাম্পত্য জীবন সুন্দর হোক এবং রিভিউ চাই’।
সৈয়দ আবদুল্লাহ আল মামুন নামে একজন লেখেন, ‘দাম্পত্যে রিভিউ চাই না, যেন চার হাত এক উইকেটে কেটে দিতে পার। সারা জীবন এই শুভকামনাই রইল।’
ছবির ব্যাখ্যায় বর আদনান সোহাগ বলেন, প্রত্যেক মানুষেরই একজন পছন্দের প্রার্থী থাকে। যিনি সাধারণ মানুষের পাশে থাকেন, সে মানুষটা মনোনয়ন না পাওয়ায় কষ্ট পেয়েছি। তাই দলের শীর্ষ নেতাদের নজরে আনতেই বিয়ের ফাঁকেই এ ছবি তুলেছি। ফেনী সদর আসনে রিভিউ হোক আমরা এটাই চাই।
প্রসঙ্গত, এর আগে শুক্রবার (৭ নভেম্বর) ফেনী জেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেট আম্পায়ারের ভঙ্গিতে হাতে ‘রিভিউ’ ইঙ্গিত করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। তার এই ব্যতিক্রমী প্রতিবাদ সারাদেশব্যাপী আলোচনার জন্ম দেয়।
পূর্বে দেওয়া এক সাক্ষাৎকারে ভিন্নধর্মী এ রিভিউ ইঙ্গিতের ব্যাখ্যায় আলাল উদ্দিন আলাল বলেন, রিভিউ করার ধারণাটি আমার নিজের মাথা থেকেই এসেছে। অহিংস পদ্ধতিতে দলকে মনোনয়ন পুনর্বিবেচনার বার্তা পৌঁছে দিতেই তিনি এ উদ্যোগ নিই।
তিনি বলেন, নতুন প্রজন্ম জেনারেশন-জেড আজকাল তাদের মতামত প্রকাশে সৃজনশীল ও প্রতীকী ভাষা ব্যবহার করছে। সে প্রবণতার সঙ্গে তাল মিলিয়েই আমি বিষয়টি উপস্থাপন করেছেন।
মন্তব্য করুন