শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
মহিবুল ইসলাম শাহিন
expand
মহিবুল ইসলাম শাহিন

হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক তিনবারের সভাপতি মহিবুল ইসলাম শাহিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত মোতাবেক তাকে পুনরায় সদস্য পদে বহাল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে যে বহিষ্কারাদেশ জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।

বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহিবুল ইসলাম শাহিন। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন