শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
বিএসএফের হাতে আটক বাংলাদেশি
expand
বিএসএফের হাতে আটক বাংলাদেশি

পঞ্চগড়রের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক সুকুমার চন্দ্র দাশ নামে এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে৷

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাক বৈঠকের মাধ্যমে ওই নাগরিককে ফেরত দেয় বিএসএফ৷

জানা গেছে, ওই বাংলাদেশর নাগরিকের নাম সুকুমার চন্দ্র দাস। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাহাদীপুর এলাকায়৷ তিনি ওই এলাকার মোহন চন্দ দাসের ছেলে৷

বিজিবি সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তেঁতুলিয়া কোম্পানি কমান্ডারকে ১৮ বিএসএফ-এর হাফতিয়াগছ ক্যাম্প কমান্ডার হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে ওই বাংলাদেশী আটকের বিষয়টি নিশ্চিত করে। এ সময় বিএসএফ আটক সুকুমারের ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর শেয়ার করে তাকে ফেরত নেওয়ার অনুরোধ জানায়।

এদিকে বিজিবি কর্তৃপক্ষ আটক ব্যক্তির পরিচয়পত্র যাচাইয়ের আশ্বাস দিলে পরবর্তীতে পুলিশ ও বিজিবি তার পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে, তিনি বাংলাদেশি নাগরিক।এমন নিশ্চিতকরণের পর আজ শুক্রবার ( ১৪ নভেম্বর) দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক সুকুমার চন্দ দাসকে বিজিবির নিকট হস্তান্তর করেন।

হস্তান্তরের পর বিজিবি সদস্যরা তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ করেন এবং বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাকে তার বাবা মোহন চন্দ দাসের জিম্মায় হস্তান্তর করেন৷

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিএসএফ কতৃক ওই বাংলাদেশী নাগরিকে ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন৷

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ওই বাংলাদেশী নাগরিককের তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন