

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়রের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক সুকুমার চন্দ্র দাশ নামে এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে৷
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাক বৈঠকের মাধ্যমে ওই নাগরিককে ফেরত দেয় বিএসএফ৷
জানা গেছে, ওই বাংলাদেশর নাগরিকের নাম সুকুমার চন্দ্র দাস। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাহাদীপুর এলাকায়৷ তিনি ওই এলাকার মোহন চন্দ দাসের ছেলে৷
বিজিবি সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তেঁতুলিয়া কোম্পানি কমান্ডারকে ১৮ বিএসএফ-এর হাফতিয়াগছ ক্যাম্প কমান্ডার হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে ওই বাংলাদেশী আটকের বিষয়টি নিশ্চিত করে। এ সময় বিএসএফ আটক সুকুমারের ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর শেয়ার করে তাকে ফেরত নেওয়ার অনুরোধ জানায়।
এদিকে বিজিবি কর্তৃপক্ষ আটক ব্যক্তির পরিচয়পত্র যাচাইয়ের আশ্বাস দিলে পরবর্তীতে পুলিশ ও বিজিবি তার পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে, তিনি বাংলাদেশি নাগরিক।এমন নিশ্চিতকরণের পর আজ শুক্রবার ( ১৪ নভেম্বর) দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক সুকুমার চন্দ দাসকে বিজিবির নিকট হস্তান্তর করেন।
হস্তান্তরের পর বিজিবি সদস্যরা তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ করেন এবং বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাকে তার বাবা মোহন চন্দ দাসের জিম্মায় হস্তান্তর করেন৷
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিএসএফ কতৃক ওই বাংলাদেশী নাগরিকে ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন৷
এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ওই বাংলাদেশী নাগরিককের তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি করেন।
মন্তব্য করুন