

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি। নতুনভাবে পুরনো বউকে নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই।
কারণ যখন মুখ থেকে কাপড় উঠবে, তখন দেখা যাবে পুরনো বউয়ের নতুন শাড়ি। বারবার ধোকা খেলে দেশ সুন্দর হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, টাকা পাচার বন্ধ হবে না।
দেশ যদি সুন্দর করতে চান এবং ইসলামকে রাষ্ট্রের ক্ষমতায় নিতে চান, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও খুনীদের থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। বাংলার জমিন থেকে চাঁদাবাজদের কবর নির্মাণ করতে হবে।”
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।
মুফতি রেজাউল করিম আরও বলেন, “বিদেশীদের দালালি ও পাশের রাষ্ট্রসহ তাদের চাপ থেকে আমাদের মুক্তি দরকার। আমরা যেন কখনো গোলামের শৃঙ্খরে বাঁধা না পড়ি।
এই শৃঙ্খরা ভাঙার সুযোগ এসেছে ৫ই আগস্টের পর। জালেম, চাঁদাবাজ ও বিদেশের লোভীদের থেকে আমাদের সুন্দর দেশকে স্বর্ণের দেশে রূপান্তর করতে হলে দেশপ্রেমিক, ইসলামপ্রেমিক ও মানবতাপ্রেমিকদের একত্রিত হয়ে ক্ষমতার দুর্বৃত্তদের বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে।”
তিনি বলেন, “৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা বারবার দেশকে চোর, দুর্নীতির দিক থেকে নেতৃত্ব দিয়েছে।
বিএনপি এবং আওয়ামী লীগ দু’পক্ষই বিভিন্ন সময়ে দুর্নীতিতে শীর্ষে ছিল। তারা হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং টাকা বিদেশে পাচার করেছে। আমরা কাজ করেছি, তারা টাকা পাচার করেছে।”
মুফতি রেজাউল করিম আরও উল্লেখ করেন, “১৯৮৭ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আজ পর্যন্ত একজন এমপিও আমাদের ব্যানার বা দলীয় মার্কায় সংসদে যাননি। সুযোগ বহু ছিল।
২০২৪ সালে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই রাজনীতিতে প্রবেশের চেষ্টা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়, বরং রাজনীতি করে ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য।”
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খালেদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ইমরান হোসাইন নূর, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী মুহাম্মদ হেলাল উদ্দিন।
মন্তব্য করুন