শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাহুবলে সিএনজি–কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
সিএনজি অটোরিকশা ও আইসক্রিম বোঝাই একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ
expand
সিএনজি অটোরিকশা ও আইসক্রিম বোঝাই একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় সিএনজি অটোরিকশা ও আইসক্রিম বোঝাই একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিএনজিটির চালক ছিলেন। তিনি উপজেলার দৌলতপুর গ্রামের মৃত জজা মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দ্রুতগতির কাভার্ড ভ্যানটি চলিতাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আবু বক্কর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন