শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা বাঁচাও' আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জে আসছেন মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
মির্জা ফখরুলের আগমন উপলক্ষে টাঙ্গানো পোস্টার
expand
মির্জা ফখরুলের আগমন উপলক্ষে টাঙ্গানো পোস্টার

চাঁপাইনবাবগঞ্জে 'পদ্মা বাঁচাও' আন্দোলন শুরু করেছে বিএনপি। দলটি ইতিমধ্যে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশ করেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ নভেম্বর) পদ্মা বাঁচাও অন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দুপুর দুইটার এ সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ।

তিনি বলেন, ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে চাঁপাইনবাবগঞ্জসহ এই অঞ্চলের নদী-তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন এবং বন্যা মৌসুমে ফসলহানি এখন নিত্যদিনের ঘটনা। এই পদ্মার ভাঙন রোধে গত ৩০-৪০ বছরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু স্থায়ী সমাধান মেলেনি। এ পরিস্থিতিতে নদী এবং এ অঞ্চলকে বাঁচাতে 'পদ্মা বাঁচাও কর্মসূচি' হাতে নেয়া হয়েছে। বর্তমানে এই কর্মসূচির সমর্থনে জনমত তৈরির কাজ চলছে এবং আগামীতে গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কর্মসূচী নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন