শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী

কুষ্ঠিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের কবরের কাছে গিয়ে দোয়া করেন বিএনপি নেতা
expand
আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের কবরের কাছে গিয়ে দোয়া করেন বিএনপি নেতা

কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রয়াত এক আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করায় এলাকায় রাজনৈতিক মহলে নানা মন্তব্য-সমালোচনা শুরু হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্রি কলেজে শিক্ষাবিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে ব্যারিস্টার রাগীব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের কবরের কাছে গিয়ে দোয়া করেন।

জিয়ারতের সময় উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলীসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ঘটনাটি ছড়িয়ে পড়তেই স্থানীয় রাজনীতির মাঠে ভিন্নমতের ঢেউ—কারও মতে এটি রাজনৈতিকভাবে অনুচিত, আবার অনেকে একে স্বাভাবিক সামাজিক সৌজন্য বলে দেখছেন।

প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে যুবলীগ নেতা সোহেল রানা পবন জানান, রাগীব রউফ কবর জিয়ারত করেছেন ঠিকই, তবে তাদের পরিবারের কেউ তখন উপস্থিত ছিল না।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করা নির্বাচনী প্রেক্ষাপটে ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। “মানুষ এটা ভালোভাবে নেয়নি”—মন্তব্য তার।

অন্যদিকে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ব্যাখ্যা ভিন্ন। তিনি জানান, আব্দুর রাজ্জাককে তিনি আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন—এমনটাই শুনে এসেছেন।

“তিনি বহুবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন এবং কলেজটির প্রতিষ্ঠাতাও। সামাজিক সম্মান প্রদর্শনের ভাবনা থেকেই কবর জিয়ারত করেছি,” বলেন তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তার ভাষায়, “এটা নিছক সৌজন্যতা, রাজনৈতিক ইস্যু নয়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন