শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার
expand
নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্ট সহ ট্রলার ডুবিতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ তাদের উদ্ধার করে। নিহত দুই যুবকের নাম রনি সরদার ও শুভ।

নিহত রনি সরদার বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ একই এলাকার স্বপন মৃধার ছেলে।

উপজেলার বৈদ্যারবাজার সোনাময়ী এলাকায় বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করে। পরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে ঘুমিয়ে পড়ে। এসময় তলা ফেঁটে ট্রলারটি পানির নিচে তলিয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ রাতে বন্ধ করে শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন