শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের গণসংযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
ধানের শীষ প্রতীকের গণসংযোগ
expand
ধানের শীষ প্রতীকের গণসংযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে ধানের শীষ প্রতীকে গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন।

শুক্রবার (১৪ নভেম্বর) জুমা’র নামাজের পর উপজেলার ছনবাড়ী চৌরাস্তা ও এর আশপাশ এলাকায় ৩১ দফা বাস্তবায়নে ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন। আগামী নির্বাচনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

এসময় তিনি বলেন, গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে বহুবার নির্যাতনের স্বীকার হয়েছি। গত ৫ই আগস্টের পর থেকে নিয়মিত দলের জন্য কাজ করে যাচ্ছি, আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। আমি আশাবাদি মুন্সীগঞ্জ- ১ আসনে আগামী নির্বাচনে চুড়ান্ত তালিকায় দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, আমি তারেক রহমানের ৩১ দফার বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিচ্ছি। এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে রাষ্ট্র সংস্কার সকল বিষয় উল্লেখ আছে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের সকল অধিকার নিশ্চিত এবং জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিবে।

এর আগে তিনি শ্রীনগর আল মদিনা জামে মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।লিফলেট বিতরকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন