শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কারামুক্ত হয়ে ভোটে দাঁড়াব, ধারণাই ছিল না: লুৎফুজ্জামান বাবর

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর
expand
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “১৭ বছর পরে কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব—এটা কখনোই ভাবিনি।”

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নেমে নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে তিনি এই প্রথম নিজ জেলা নেত্রকোণায় প্রবেশ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমে।

বাবর আরও বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমার দলের প্রতিও কৃতজ্ঞ। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন—এর জন্য তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা।”

নেত্রকোণাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমাদের ভাটি-বাংলার তিন থানা—মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জের মানুষ আমার জন্য রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, মানত করেছেন। তাঁদের এই ভালোবাসা আমি ভুলতে পারব না। জীবনের বাকি সময় তাঁদের জন্যই কাজ করব।”

হাওরপাড়ের মানুষ তাঁকে আবার মন্ত্রী হিসেবে দেখতে চান—এমন প্রশ্নে বাবর বলেন, “এর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীন এবং আমার নেতা। তাঁরা যা নির্ধারণ করবেন, সেটাই হবে। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।”

সাম্প্রতিক ‘জুলাই সনদ’ বিষয়ে অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “আমাদের মহাসচিব যে কথা বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আমরা দল থেকে সেটিকে সাধুবাদ জানিয়েছি—সেটাই আমার বক্তব্য।”

নির্বাচনী মাঠে দীর্ঘদিন পর বাবরের সক্রিয় অংশগ্রহণে নেত্রকোণার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন