শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসী যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
আবু বকর-ফাইল ছবি
expand
আবু বকর-ফাইল ছবি

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হয়ে আবু বকর (৩০) নামের এক প্রবাসীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা পিজি হাসপাতালে তিনি মারা যান।

তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ের জামাই এবং চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ অক্টোবর আবু বকরের বিয়ে হয় সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সুমাইয়া আক্তার সুইটির সঙ্গে। বিয়ের পর গত শনিবার তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে যান।

সেদিন সন্ধ্যায় অলিরবাজার থেকে ফেরার পথে আব্দুল্লাহপুর গ্রামের কিশোর গ্যাং–সদস্য ফজলে রাব্বি ও পারভেজের সঙ্গে তাঁর শ্যালক শান্তর ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে রাব্বি ও পারভেজ শান্তকে মারধর করতে শুরু করলে বাধা দেন আবু বকর।

এ সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে পাঠানো হলে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর গত ৯ নভেম্বর আবু বকরের স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি ফজলে রাব্বি ও পারভেজকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেন।

শ্বশুর দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অন্যায়ভাবে যারা আমার মেয়ের জামাইকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাই।” তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন