

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডিজিটাল সাংবাদিকতায় পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার কর্মরত সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দু’দিনব্যাপী ‘ডিজিটাল মিডিয়া’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ কর্মশালায় সমসাময়িক ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে।
অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া রিপোর্টিং, ডিজিটাল কনটেন্ট প্রোডাকশন, অনলাইন নিউজ প্রেজেন্টেশন, তথ্য যাচাই, ভুয়া সংবাদ চিহ্নিতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের নৈতিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলানিউজ২৪-এর চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মিনহাজুল আবেদীন রিয়াজ এবং প্রথম আলো’র সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর এস. এম. আল আরেফিন।
প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের সুযোগ দ্রুত বৃদ্ধি পাওয়ায় এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ের সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি হবে আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সনদ প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে।
মন্তব্য করুন