শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যে আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
মনোনয়ন ফরম কিনলেন নুসরাত তাবাসসুম
expand
মনোনয়ন ফরম কিনলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচন করবেন দলটির যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম।

এ লক্ষ্যে তিনি এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) তিনি নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে নুসরাত বলেন, সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।

নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন, এ প্রসঙ্গে তিনি তার স্ট্যাটাসে বলেন, আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।

দোয়া চেয়ে নুসরাত আরও বলেন, আমরা যারা এখানে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমরা যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত মরে মরে টিকে গেছি, আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি সেই সকল সহযোগী, সহমর্মী, সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই।

উল্লেখ্য, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ইতিমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও জামায়াতের প্রার্থী হিসেবে মাওলানা বেলাল খানের নাম ঘোষণা করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক সমন্বয়ক হাসিবুর রহমান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন