

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর জেলা শহরে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে শহরের ঝাউবন এলাকার শহীদ মিনারসংলগ্ন "৩৬ জুলাই" শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাটি ঘটেছে সেই দিনই, যেদিন আওয়ামী লীগ সারাদেশে বিচ্ছিন্নভাবে লকডাউন কর্মসূচি পালন করছিল।
ঘটনার রাতেই অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়—মুখে কাপড় বাঁধা এক ব্যক্তি স্মৃতিস্তম্ভের নিচে আগুন দিয়ে দ্রুত সরে যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, আগুনে স্মৃতিস্তম্ভটির নিচের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ দেখা গেছে।
পথচারীরা অনেকে বলছেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এ ধরনের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। সম্প্রতি কেন্দ্র–বিরোধী রাজনৈতিক টানাপোড়েন এবং দলীয় কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাকে তারা ‘উদ্বেগজনক’ বলে মনে করছেন।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় বলেন,‘অগ্নিসংযোগে যাঁরা জড়িত, তাঁদের শনাক্তে পুলিশ কাজ করছে। অভিযান অব্যাহত আছে।’
মন্তব্য করুন