

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ায় বিজিবির দুঃসাহসিক অভিযানে দেড় লাখ পিস ইয়াবা সহ এক চোরাকারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
শুক্রবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে দশটার সময় মায়ানমার দিক থেকে তিনজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে টহল দল তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় তারা হাতে থাকা নেটের ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে মোঃ সাদেক হোসেন (২০) নামের একজনকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে খাকী রংয়ের প্যাকেটের ভেতরে নীল রংয়ের বায়ুরোধী ১৫ কাট থেকে মোট ১.৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদেক হোসেন জানান, তিনি আব্দুর রহিম (৩২) নামের একজনের কাছ থেকে ৯,০০০ টাকা পেয়ে মায়ানমার সীমান্ত থেকে ইয়াবা বহন করছিলেন। উল্লেখ্য, অভিযুক্ত আব্দুর রহিমের বিরুদ্ধে বিজিবির মাদক চোরাচালানের দুইটি পূর্ববর্তী মামলায় পলাতক থাকার তথ্য রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, মাদক সরবরাহকারী এবং এ ধরনের অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও কঠোর অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন