বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে সংঘর্ষে আহত ৪, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:১২ পিএম
চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে সংঘর্ষ
expand
চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে সংঘর্ষ

চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছে।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন মসজিদ পাড়া টিটন এর বাড়ির সামনে মারামারির ঘটনা ঘটে। এঘটনায় সিয়াম এর পক্ষের চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার আলাউদ্দিন এর ছেলে নোমান (২০), আলাউদ্দিন এর স্ত্রী শিল্পী বেগম (৪০), টিটন এর ছেলে পুলক (২৫), এবং টিটনের স্ত্রী মিনু বেগম (৪০), আহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদ পাড়ার বাসিন্দা শিবলু (২২) এবং সিয়াম (২১) দুই বন্ধু। তারা দুজনেই ইয়াবা সেবন করতো। সম্প্রতি ইয়াবা সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে সিয়াম তাঁর বন্ধু শিবলুকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবেন বলে হুমকি দেয়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে শিবলুর মা রাজিয়া বেগম (৪৫) সিয়ামদের বাড়িতে এলে উভয় পরিবারের মধ্যে প্রথমে বাক-বিতণ্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শিবলুর মা রাজিয়া বেগম বিষয়টি তাঁর ছেলে শিবলুকে জানালে, শিবলু এবং তার পরিবারের সদস্যসহ অন্যান্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সিয়ামদের উপর হামলা চালায়।

আরো জানা গেছে চুয়াডাঙ্গার মসজিদপাড়ার কুদ্দুস এর দুই পুত্র শিবলু (২২)ও ফিরোজ (২৭) এবং কুদ্দুস স্ত্রী রাজিয়া (৪৫), বাগানপাড়ার জাহাঙ্গীর এর ছেলে মানিক (২৬) সহ অজ্ঞাত ১/২ জন এই হামলায় অংশগ্রহণ করে বলে জানা গেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন নোমান, শিল্পী বেগম, পুলক এবং মিনু বেগম।

গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেসমিন আক্তার জানান, হাসপাতালে মোট চারজন গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়। আহতদের মধ্যে নোমান (২০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পুলক (২৫) আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে । শিল্পী বেগম (৪০) ও মিনু বেগম (৪০) নামে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী সন্দেহে এ ঘটনায় চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদ পাড়ার কুদ্দুস এর ছেলে ফিরোজ (২৭) ও বাগানপাড়া জাহাঙ্গীরের ছেলে মানিক (২৬),কে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতরা বর্তমানে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন