বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এদেশে ওয়াজ করলে জীবনেও চুরি, ডাকাতি বন্ধ হবে না: আমির হামজা 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
মুফতি আমির হামজা।
expand
মুফতি আমির হামজা।

আমরা এদেশে ওয়াজ করলে জীবনেও চুরি, ডাকাতি, জেনা বন্ধ হবে না। এগুলোর আইন পাস করে কার্যকর করা লাগে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩(সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর বারিক মোড় এলাকায় নির্বাচনী উঠান বৈঠক ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন,"আমরা সৌদি আরবের মতো শান্তিপূর্ণ দেশ চাচ্ছি, যদিও সেখানে ১০০ ভাগ ইসলাম নেই। এদেশে যদি রাষ্ট্রীয়ভাবে ১০০ ভাগ ইসলাম কায়েম করতে পারি, তাহলে কোরআনে যত বিধান আছে ১০০ ভাগ মানতে পারবো। এবং এই জমিনটাকে আল্লাহ নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে দেবে।"

তিনি আরও বলেন,"এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়, ইসলাম রাখা না রাখার একটা যুদ্ধ।সুতরাং এই যুদ্ধে শামিল হতে হলে যেমন শুধু সুবহানাল্লাহ-আলহামদুলিল্লাহ পড়লে হবে না। যুদ্ধ একটা কৌশল। আপনারা কৌশলে থাকবেন।"

আমির হামজা বলেন,"এদেশে ইসলাম আসলে চাঁদাবাজি,দূর্নীতি, চুরি,আতঙ্ক এগুলো কিছুই থাকবে না।ওরা যদি আবার আসে (আওয়ামী লীগ) চাঁদাবাজি ১৫ মাসে যা হয়েছে তারও ডাবল হবে।"

এসময় নির্বাচনী উঠান বৈঠক ও পথসভায় উপজেলা ও ইউনিয়নের জামায়াত ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন