

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজার সফর করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। সফরের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।
দিনের শুরুতেই ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে ৭ নম্বর ক্যাম্পে যান ব্যারোনেস চ্যাপম্যান। সেখানে ইউনিসেফ ও বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন তিনি। রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ, শিক্ষা উপকরণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা জানতে চান মন্ত্রী।
এরপর তিনি নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং জানতে চান- নারীরা কীভাবে গৃহস্থালি বাগান, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন।
পরে ব্যারোনেস চ্যাপম্যান বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন। সহায়তা প্রাপ্তির প্রক্রিয়া ও উপকারভোগীদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন তিনি।
দুপুরে মন্ত্রী যান উখিয়ার মধুরছড়া এলাকায়। সেখানে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও এলএসডিএস-এর সহায়তায় পরিচালিত সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেন। প্রকল্পটিতে রোহিঙ্গা নারী-পুরুষ একসঙ্গে কাজ করে জীবিকা উন্নয়নে যুক্ত আছেন।
সফরে ব্যারোনেস চ্যাপম্যানের সঙ্গে ছিলেন তার বিশেষ উপদেষ্টা অ্যামেলি গেরিকে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই-কমিশনার জেমস গোল্ডম্যান, মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি এবং মানবিক সহায়তা বিষয়ক উপদেষ্টা মারিনেলা বেবোস-গলশেটি।
দিনব্যাপী এই সফরের সমন্বয় করছে ইন্টার-সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)।
চ্যাপম্যানের এ সফরের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় চলমান আন্তর্জাতিক মানবিক কার্যক্রম সরেজমিনে দেখা এবং যুক্তরাজ্যের ভবিষ্যৎ সহযোগিতা ও নীতি নির্ধারণে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা।
মন্তব্য করুন