

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের মোকাবেলায় ব্যর্থ হয়েছে ইউনুস সরকার— এমন অভিযোগ তুলে ইসলামী আট দল বলেছে, ফ্যাসিবাদের দোসরদের এমন দু’সাহস বাংলার আপামর জনতা মেনে নেবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হলের মুক্তমঞ্চে ‘ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে অবস্থান কর্মসূচি’ পালন করে ইসলামী ৮ দল। কর্মসূচিতে দলের নেতারা বলেন, গণভোট ও জুলাই সনদের ভিত্তি ছাড়া কোনো নির্বাচনে তারা অংশ নেবেন না।
নেতারা বলেন, আমরা নির্বাচন চাই। তবে আমাদের ছেলেমেয়েদের রক্তের সঙ্গে বেইমানি করে জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশের জনগণও এটি মেনে নেবে না।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও সহকারী সেক্রেটারি কাউন্সিল সদস্য মোশারফ হোসাইন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান। এ সময় বক্তব্য রাখেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সহসভাপতি মাওলানা আমীর হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ আট ইসলামী দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন