

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— হরিণবাড়িয়া গ্রামের মো. কামরুল ইসলাম (২৫) ও মো. সাজেদুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর আহাদুজ্জামান শুভ’র নেতৃত্বে যৌথ বাহিনী হরিণবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযানে কামরুল ও সাজেদুলকে আটক করা হয়।
অভিযান চলাকালীন তাদের হেফাজত থেকে একটি ফাইভগান বন্দুক, সাতটি ব্ল্যাংক কার্টিজ, একটি চায়নিজ কুড়াল, একটি ফায়ারিং পিন এবং সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকসহ কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মন্তব্য করুন