বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মসূচি ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে অভিযান, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা
expand
গ্রেপ্তারকৃত আসামিরা

আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ‘লকডাউনে’ অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে অভিযান শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে। মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।

তারই অংশ হিসেবে ১০ ও ১১ নভেম্বর রাত থেকে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো: রাজিবুল ইসলাম জীবন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মৃত শাহাবুদ্দিনের ছেলে মেকাইল ইসলাম ও মৃত ইউনুস দেওয়ানের ছেলে আনসার আলী, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মৃত সহিমের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং নাচোল উপজেলার থানাপাড়া এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত নাচোল সরকারি কলেজে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান আলী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, মঙ্গলবার ও বুধবার জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এই সময় জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জেলাজুড়ে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন