বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের লকডাউনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি:
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল
expand
কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের মজমপুর গেটে জুলাই আহত যোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আমজনতা ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্টদের হুমকি-ধমকিতে ভয় পায় না জুলাই আহত যোদ্ধারা।আমরা যেকোনো বিশৃঙ্খলা ও অপচেষ্টা রুখে দিতে প্রস্তুত।দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের উদ্দেশ্যে লকডাউন বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলে জনগণই তা প্রতিরোধ করবে।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিচার চাই, ফ্যাসিবাদ নিপাত যাক,লীগ ধর জেলে ভরসহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় কুষ্টিয়া সদর উপজেলায় জুলাই আহত যোদ্ধাদের নির্বাচিত সভাপতি আজমুল হোসেন, সেক্রেটারী মোঃ তায়েফ হাসান খান, জুলাই যোদ্ধা সংসদ কুষ্টিয়ার আহবায়ক বাপ্পি মনিরুলসহ জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন