বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফের আঘাতে বাংলাদেশি যুবক আহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
আহত সফিক (২৯)
expand
আহত সফিক (২৯)

কুমিল্লার বুড়িচং সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নলের আঘাতে সফিক (২৯) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা সীমান্তের ৭০ নম্বর পিলার সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়। আহত সফিক সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভোরে ৫–৬ জন নারী–পুরুষ স্থানীয় মানবপাচারকারীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করলে সবাই পালিয়ে এলেও সফিক ভারতীয় জঙ্গলে লুকিয়ে পড়েন। পরে বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে বন্দুকের নল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ছেড়ে দিলে স্থানীয় পাচারকারীরা পরে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় কয়েকজনের দাবি, ২০২৪ সালের আগস্ট থেকে এই সীমান্ত দিয়ে মানবপাচারকারীদের তৎপরতা বেড়েছে। তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও এ কাজে যুক্ত। মানবপাচারে সক্রিয়দের মধ্যে রয়েছেন জামাল হোসেন, তৌফিক, আকরাম, তুহিন ও মারুফসহ আরও কয়েকজন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, এসব ব্যক্তির বিরুদ্ধে মানবপাচারসহ নানা অপরাধে থানায় ও বিজিবির দপ্তরে একাধিক মামলা রয়েছে। এক মাস আগে একই সীমান্তের ৭১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় দুই নারী ভারতে অনুপ্রবেশের সময় মানবপাচারকারীদের নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে বাকশীমূল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামসেদ চৌধুরী বলেন, চিহ্নিত মানবপাচারকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।

স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া বলেন, ঘটনাটি এলাকায় সবাই জানে। বিস্তারিত জানতে বিজিবির সঙ্গে যোগাযোগ করাই ভালো।

এ বিষয়ে খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। মানবপাচারকারীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন