

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাট জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১২ জন নেতাকর্মীকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাত থেকে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।গতরাতে সন্ধ্যায় পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ১২ জনের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন-পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল,হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আবু সাইদ বসুনিয়া (৪৮),কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও উত্তর ঘনেশ্যাম গ্রামের আজিজুল ইসলাম (৪৮),তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলজার হোসেন,আদিতমারী উপজেলার আলমগীর হোসেন (৩৭), যিনি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন,সদর উপজেলার হারাটী ইউনিয়নের যুবলীগ কর্মী জাহেদুল ইসলাম (৪৩) এবং মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগ কর্মী সিরাজুল ইসলাম ওরফে সেরা (৪০)।এছাড়া রাজপুর ইউনিয়নের মতিনাল রায়ের ছেলে ও লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারায়নকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন,অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন