বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুণ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা।
expand
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘বাংলা স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। রাস্তায় সড়ক দুর্ঘটনার কারণে গাড়িটি একেবারেই ধীরগতিতে চলছিল।

পথিমধ্যে দুর্বৃত্তরা বাসটিতে আগুণ দেয়। এসময় যাত্রী, হেলপার এবং চালক দ্রুত বাস থেকে নেমে যায়। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের অনেকটাই পুড়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন