

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে ২াট অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে অবস্থিত ২টি ইটভাটায় অভিযান পরিচালন করা হয়।
জানা যায়, শিবনগরে অবস্থিত পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার এ এম বি এম ব্রিকস নামে ২টি ইট ভাটায় অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এস্কেভেটর দিয়ে ভাটা দুইটিতে ইট পোড়ানো গোল প্রাচীর এবং স্থায়ী চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারী বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। আমরা গত ২৫ সেপ্টেম্বর পৌর এলাকার ৩ টি ভাটায় অভিযান চালিয়ে শুধু সিমানা প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং এই ভাটাগুলোর মালিকদের ইট ভাটার কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশনা দেওয়া হয়। তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন । কিন্তু ভাটা মালিকগণ সেই নির্দেশনা অমান্য করে এই ২টি ভাটা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কারনে আজকে এই ২টি ভাটা গুড়িয়ে দেওয়া হলো। এই ধরনের অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য করুন